" .. রাতের গল্প .. "
*** সুকান্ত পাল ***
ঘুমিয়ে পড়া একটি শহর
জেগে থাকা দু'টি চোখ
কিছু আহত শব্দের পায়চারী
একটি ছায়াছবির ব্লু প্রিন্ট ঝুলছে
কনক্রিটের দেয়ালে আঁকা
আলো আধাঁরীর সোডিয়াম ফ্রেমে
কয়েকটি কবিতা তাদের
ভস্মিভূত ভবিষ্যতের শোকে মুহ্যমান,
অতি উৎসাহী শব্দের ভ্রুনগুলো
নিজেরা করে নিজেদের গর্ভপাত
এই শহরের চোরাগলির গল্পরা
সস্তা দরে নিজেদের বিক্রি করে দ্যায়
কয়েকটি মোটা চাল আর
ফিকে হয়ে আসা স্বপ্নদের কাছে
মধ্য রাতের নিস্তব্দতা ভেঙ্গে দিয়ে
কিছু অভিজাত তৃষ্ণার জৈববিষ নিয়ে
টাকার হাট হতে ছুটে আসে একটি
বিলাসবহুল গাড়ী
একটি রোবটিক্স হাতের ইসারায়
গল্পটা উঠে বসে সংরক্ষিত আসনেই।
নিদ্রাহীন ল্যাম্পপোস্ট গুলো
প্রতিদিন রাত জাগলেও
এই শহরের রাতের গল্পরা
ঘুমায় দিনের অন্ধকারে।