তোমার শহর ভীষণ রঙিন,
চোখ ধাঁধানো আলো।
আমার শহর আমার মতোই,
অন্ধকার আর কালো।
তোমায় শহর প্রাসাদ ঘিরে
ইটের নগরী বলে।
আমার শহর আমার মতোই
বিষাদ যন্ত্রণায় জ্বলে।
তোমার শহর ভীষন প্রিয়,
রোদেলা দুপুর হাসে।
আমার শহর আমার মতোই,
হাঁপিয়ে হাঁপিয়ে বাঁচে ।
তোমায় শহর তোমার মতোই,
মানুষ এড়িয়ে চলে।
আমার শহর আমার মতোই,
মানুষ চেনায় কৌশলে।
তোমার শহর ভীষন চেনা,
মায়ায় মোড়া আবেশ।
আমার শহর আমার মতোই,
অচেনা ঘ্রাণে নিরুদ্দেশ।
শহর জুড়ে বাঘ-বন্দির খেলায়,
ঘৃণ্য চক্রান্তে লিপ্তপদ।
মৃত আন্দোলন, আসন্ন কালবেলায়,
ভিন্ন শহরেই সন্ধিপদ।
আজ ঠান্ডা লড়াই শেষে,
তবু থাকছি মহাসুখে।
আজ নেশা নেশার চোখে,
ভিন্ন শহরের বুকে।
ওই ফাগুন পরশ মেখে,
আগুন পাখির বেশে।
আবার ফিরি নষ্ট নীড়ে,
ভিন্ন শহরে ভালবেসে।