যুগের সাথে তোমরা পাল্লা দিয়ে--
হয়েছো বেশ আধুনিক।
স্বাধীন দেশে আজও মানুষ ভয়ে--
পরাধীন আমি নাগরিক!
সাধ আছে, - সাধ্যি তো নেই!
সময়ে বাঁধা জীবন।
দুঃখ আছে, - সুখের দেখা নেই
চাইনি অকাল মরণ!
আঁচল ভরে তোমরা ফুল কুড়ালে--
আমি কুড়ো'ই অসুখ!
তোমাদের সুখে থাকাই আমার হৃদয়ে--
ফুল হয়ে ফুটুক।
সোনার খাঁচায় বন্দি পাখিটা সুন্দরী!
ভীষণ পোষ মেনেছে!
দাঁড়ে বসেই দেখি কতো ছলচাতুরী!
আমিত্বকে থমকে দিয়েছে।
আমারও খাঁচাটা আছে, - পাখিটা নেই!
মনপাখিটাও উড়ে গিয়েছে!
বেঁচে আছি, -- কিন্তু ইচ্ছে নেই!
মৃত্যুকে করেছি ভবঘুরে।
এখন গ্রাম, শহর, দেশ-বিদেশ ছাড়িয়ে,
রক্তকরবীরাও পড়ছে ঝরে।
যে পথেই মৃতেরা পা মাড়িয়ে--
অধিকারটুকু নিয়েছে চুকিয়ে!