পাপী
#সুকান্ত_পাল
কোথায় যাচ্ছিস ?
কেন খবর নিচ্ছিস ?
এমনি! - নাম কীরে তোর ?
তোদের দেওয়া শখের " ছিচকে চোর"
আজব তো তুই , - বলি থাকিস কোথায় ?
ওই যে খোলা মেলা সবুজের নকশি কাঁথায়!কীভাবে কাটাস ঝড়, বৃষ্টি, রোদের জ্বালা? অদৃষ্টের লিখন! - অভ্যাস তাই সারাবেলা।
বলছি পরিবারে কেউ নেই ?
খুঁজছি সেই পরিবারকেই।
পেলি খুঁজে ?
নীরবে দুচোখে বুজে।
তাহলে এবার খাবি কিছু ?
বাবু , বলছি অযথাই নিচ্ছেন পিছু।
থমকে থেকে খানিক হেসে বলেন জোরে ,
খাবি না ? বাড়ি যে আমার অনেক দূরে!
নীরব চোখেই পথের বাঁকে চেয়ে থেকে !
সময় ফেরে আজ ফকির বেশে !
অবাক এই মায়ার পৃথিবী !
সব যেন জলছবি !
অচেনা ভয় !
ক্যানভাসে জমা হয়।
তাঁতির বাড়ি ব্যাঙের বাসা।
ভগবান নিষ্টুর ! - নির্বাক নিশ্চুপ সর্বনাশা !