কাল কুঠুরিতে জীবন ওদের,
তবুও নিয়তি সাজায় ওদের রাণী!
ওরাও তো আমাদের মতই মানুষ,
নয় কোনো চারপায়ে প্রাণী!
ওদের এই সমাজে মান নেই, সম্মানও নেই !
থাকার মধ্যে আছে বুক ভরা মধু!
ওরা আবিবাহিতা ষোড়শী যুবতী,
তবুও প্রতি রাতে সাজে ওরা বধূ !
ওরা কারা ?
.
ওরা যুবকের বুকে আগুন লাগায়,
আবার সেই আগুনে নিজেকে আহুতি দেয়।
ওরা পর্দার আড়ালে পণ্যের নষ্টামি করে,
তোমার-আমার থেকে হাত পেতে টাকা নেয় !
এছাড়া ওদের কাজ নেই, তাই লোক দেখানো লাজ নেই,
থাকার মধ্যে আছে মরচে পড়া দেহ!
ওরাও যে সীতার মতোই পবিত্র,
জগৎ জুড়ে মানেনা তাহা কেহ !
ওরা কারা ? ওরা কারা ??