পরাধীনতার জ্বালা বুকে করেই,
ওরা সৃষ্টির খেলায় মেতে ওঠে!
শেষ পাতে রাখা দু-মুঠো অন্নই যেন,
ওদের কাছে পরমান্ন হয়ে জোটে!
তবুও ওদের অভিযোগ নেই, অভিমান নেই,
থাকার মধ্যে আছে একবুক অদম্য ইচ্ছে !
সংসার খেলায় ক্লান্ত হয়েও ওরাই যে,
যুগ যুগ ধরে কান্ডারি হয়ে হাল ধরছে !
তবে ওরা কারা ?
.
ওরা আজও বিবর্তনের ছোঁয়া পাইনি,
ওরা শাস্তির শিকল ভেঙে বিদ্বেষ চাইনি,
ওরা চেয়েছে অনন্ত সুখ !
তাই তো নরম বিছানায় এলিয়ে দিয়েছে ওদের সুস্বাদু বুক !
তবুও বারবার ওদেরই ঝরতে হয়েছে,
জবা, জুঁই কিংবা কদমের বেশে।
ওরা পাথরের মতো আজও সব-ই সয়ে চলেছে,
তোমার-আমার এই পোড়া বাংলা দেশে !
বলতে পারো ওরা কারা ? ওরা কারা ??