বাস্তব জীবনের দলিল হাতে নিয়ে,
ওরা নগরের পথে ঘাটে,
নীড় হারা রোগা শালিকের,
বিবর্ণ হৃদয়ের মতো ওদের দিন কাটে!
ওদের মনে সখ-আহ্লাদ থাকতে নেই!
ওদের জীবনে চাওয়া-পাওয়ার হিসেব রাখতে নেই!
ওরা যে নিতান্তই অবোধ শিশু!
তবুও ওরা আমার চোখে, এক একটি যীশু!
তবে ওরা কারা ?
.
ডাস্টবিনের অন্ন, ওদের কাছে পরমান্ন,
রাস্তার কুকুর ওদের সহোদর ভাই!
গৃহস্থলির ফেলে দেওয়া বাঁশি ভাত,
ওরা এক পাতে শান্তিতে খাই!
ওদের রোগ-জীবানুর ভয় নেই,
নাকি যত্ন নেওয়ার লোক নেই?
তাই কি ওরা মরে পড়ে থাকে,
সমাজের আবর্জনার ফাঁকে ফাঁকে ?
বলতে পারো ওরা কারা? ওরা কারা ??