বলবো কাকে? - শুনবে কে?
জানুক লোকে, - কেমন সে।
হাঁটুর জল, - নতুন ছল!
চোখের জল, - মিথ্যে বল?
জোয়ার আসে, - দুয়ার ভাসে!
রাত আঁধারে, - শকুন হাসে!
তবুও চুপ, - প্রাণে ভয়;
দৈন্য রূপ, - মানুষ নয়!
নেত্রী আমার, - ধন্যি মেয়ে!
মন্ত্রী তোমার, - শিদ্ধি খেয়ে!
চুরির দায়ে, - যাচ্ছে জেলে।
শহর গাঁয়ে,- বেকার ছেলে!
তরুণ যিনি, - তাবড় নেতা।
দেখান তিনি, - হিসেব খাতা।
সিঁকেই তুলে, - শিল্প, শিক্ষা!
দুর্নীতি মুলে, - তোমার দীক্ষা।
শহীদ মিনার, - ছাত্র ভীড়ে।
প্রশ্ন জনতার, - তোমায় ঘিরে।
ফুলের রানী, - তুমি'ই শ্রেষ্ঠ!
তোমার বাণী, - সমাজ নষ্ট!
ইচ্ছে মতো, - আর কত?
মারছো শত, - গরিব যত।
তবুও জয়, - তোমারই হয়!
শব্দেই অপচয়, - মনুষত্বের পরাজয়।