বিষাদে মোড়া যৌবন পেয়েছে কালের চুম্বন-
কষ্ট আমার জীবন! - দুঃখ'ই আমার ভুবন!
মলাটের ললাট রেখা, সুপ্ত হাতেই লেখা-
পাইনি সুখের দেখা, আমি বড়ো'ই একা।
যাকেই ভাবি আপন, - সেই'ই ভাবে পর!
মানুষ নামের জীবন আমার বড়ো'ই কষ্টকর!
সেইতো অন্ধ প্রেমেই, আজ গন্ধ বেশি!
নকল প্রেমেও যে, সুবাস ছড়ায় অতি!
সত্য প্রেমেই, যত মান অভিমান, রাগারাগি!
নাট্য প্রেমে তো মিছেই যেন হাসাহাসি।
সময় স্রোতে বুঝবে যেদিন, খুঁজবে তাঁকে-
একদিন হেলা অবহেলায় তুমি হারালে যাকে।
কষ্টে ভরা জীবন -- দুঃখে ভরা মন!
মনের সঙ্গে যুদ্ধ করে, বাঁচি সারাক্ষণ!
তারার সঙ্গে থাকি আমি, চাঁদের পাশাপাশি!
পুরুষ হয়েছি! কষ্ট পেলেও, - মুখে হাসি!
কষ্ট দিয়েই যে জীবন হয়েছে শুরু--
আবার কষ্ট দিয়েই, হচ্ছেও তা নিঃশেষ!
হয়তো কষ্টকে আমি বড্ড বেশি ভালোবেসে-
মরে, বেঁচেও! এই তো আছি বেশ!
কষ্ট নিয়েই সুখী, কষ্ট নিয়েই দুখী!
কষ্টগুলো বুকের মাঝে জমা করেই পুষি!
শহর জুড়ে মিথ্যে প্রেমে তুমিও আসক্ত!
নতুন পেলেই পুরাতন লাগে কেন বিষাক্ত?
একদিন ঠিকই আমিও বেশ মুখ লুকাবো,
সাদা কাফান কাপড়ে মুড়ে শরীর ঢাকাবো!
নন্দিনী, হয়তো সেইদিনই তুমি আমায় বুঝবে-
নিছক স্মৃতি এলে, তারায় তারায় খুঁজবে।
আর আমি নাহয়, তোমারি ছায়া হয়ে--
নীরবে নিভৃতে তোমাকে'ই যেন ফাঁকি দিয়ে;
দেওয়ালে পাঁচিলে অলিতে গলিতে নগর পথে--
মাঠে, ঘাটে, এমনকি তোমার শয্যার খাটে!
দুটো নিসফিস করে ওঠা নগ্ন শরীরকে--
ভগ্ন হৃদয়ে যেন ক্ষণিক চকিত সুখে;
নাহয় আমিও বেশ উপভোগ করতে দেখবো!
তোমার মতোই দেখো আমিও নিষ্ঠুর হবো।