চাইলে মানুষ নাকী, সব সহ্য করতে পারে!
ঠান্ডা গরম ভ্যাপসা গুমোট সব রকম পরিবেশে,
অসুখ বিসুখ জ্বর, সবকিছুই সহ্য করতে পারে!
ইচ্ছে হলে প্রতিকূল স্রোতে সাঁতার দিতে পারে
আবার দাঁতে দাঁত চেপেই অভুক্ত থাকতে পারে!
সারাদিন হাড় ভাঙা খাটুনি, মাথা ধরার যন্ত্রনা!
বিষাদ ছায়া ও প্রতিবেশীর ওষ্ঠাগত কু মন্ত্রনা!
লোভী কামীর কুনজর এড়িয়ে পথ চলতে পারে,
নিরাশার পথে মানুষ আলো খুঁজে নিতে পারে!
চাইলে আরো, কত কিইই না করতে পারে!
মানুষ পারে না সহ্য করতে ভালোবাসার যন্ত্রনা
মৃত্যুর শেষ মুহূর্তেও ভুলেনা তার উপহার গঞ্জনা!
এবার থেকে তাই ভালোবাসা নিষিদ্ধ হয়ে যাক!
আর নয়তো ছেড়ে যাওয়ারা নিষিদ্ধ হয়ে যাক!
নিষিদ্ধ হয়ে যাক বিষাদ ছায়ায় বন্দি প্রেম!
নিষিদ্ধ হয়ে যাক কালো স্মৃতির স্বর্ণালী ফ্রেম!
ধনুকে বিষমাখা তির ফলার মতো কথা হোক!
ভালোবাসা তুমি এক এমন অত্যাচারী শাসক-
যার হাত থেকে মানুষের আর নিস্তার নেই!
তুমি যে ছলনাময়ী, তোমার কোনো তুলনা নেই,
ধনী-দরিদ্র নারী পুরুষ জোয়ান বুড়ো সকল--
তোমার সুখেই তোমার তরে সইছে যত ধকল!
রাজা উজির ফকির মনে তুমি তো দ্বরবেশে!
হাসিয়ে কাঁদিয়ে হারিয়ে যাও তুমিই ছদ্মবেশে!
এবার থেকে তাই ভালোবাসা নিষিদ্ধ হয়ে যাক!
আর নয়তো ছেড়ে যাওয়ারা নিষিদ্ধ হয়ে যাক!
মানুষ যে বিরহ অনলে ছাই-ভস্ম হয়ে যায়!
আমি আজও ধ্বংস স্তূপে মানুষকেই খুঁজে পাই!