প্রেমিকের যে কোনো বাঁধা ধরা নাম নেই!
আজ যে প্রেমিকার কাছে রজত সেন - সেইই
গতকাল পর্যন্ত দিব্বি তো 'অমিত রায়' ছিল।
গত পরশুও, সে যে মার্ক অ্যান্টনি ছিল।
আগামীতে সে যে রোহন কিংবা রোহিত হবেনা,
এমন কথাও তো বাজি ধরে বলা যাবেনা!
অনিমেষ অনিকেত নয়তো রবিন হুড যে কেউ!
প্রেমিকার বুকে তুলতেই পারে উতলা তরঙ্গ ঢেউ,
প্রেমিকের তাই কোনো বাঁধা ধরা নাম নেই!
প্রেমিকার কাছে আজ যে মোহন পাত্র, - সেই,
গতকাল পর্যন্ত দিব্বি তো 'হিরণ বসু' ছিল।
গত পরশু, সেই তো আবার টনি সিং ছিল।
আসলে জলটা একই থাকে, - চোখ বদলে যায়।
চুমুটাও একই থাকে, - শুধু ঠোঁট বদলে যায়।
চার দেওয়ালে ঘেরা একই রকম নরম বিছানায়,
উষ্ণ ভালোবাসারা যেন মাছের মতন খাবি খায়!
ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় তো আছি
প্রেম ভালোবাসায় আজ প্রেমিকা সে খেলছে কানামাছি
এরপরও কি প্রেম-প্রীতি ভালোবাসা একই রকম থাকে?
নাকী পালা বদলের লীলা-খেলায় স্মৃতি জমা রাখে?
ঠিকই প্রেমিকের কোনো ধরা বাঁধা নাম নেই!
প্রেমিকার কাছে আজ যে জীবন মিত্র - সেইই
গতকাল পর্যন্ত দিব্বি তো উত্তম কুমার ছিল।
গত পরশু , সে আবার তুহিন ভৌমিক ছিল।