ক্লান্ত শরীরে মেঘ জমেছে, -- শ্যাওলা জমেছে মনে,
বৃদ্ধা নদীরে বান ডেকেছে, -- যৌবন জোয়ারের টানে!
ফাগুন বনেতে রঙ লেগেছে, -- মোরগ ফুলের-ই মতো,
আপন মনেতে মাঝি পুষেছে, -- ছিন্ন খঞ্জনার ক্ষত!
.
নৌকা তখনও মাঝ দরিয়ায় -- অথৈ সাগরের জলে,
যাত্রী এখনও কূল কিনারায় -- রাত্রি গিয়েছে গলে!
এপার শুধু-ই স্থূল ভরসায়,-- ওপার মিলবে বলে,
ওপার ধু-ধু-ই বালু কণিকায়, -- স্বর্ণ শিখারা জ্বলে!
.
বৈরী বাতাসে পাল তুলেছে, -- দাঁড় কষেছে খেয়া!
শৌরি আকাশে চাঁদ উঠেছে, -- মন জুড়িয়ে কেয়া!
প্রাণ ভরিয়ে গান ধরেছে, -- দূর পাহাড়ের টিয়া!
স্নেহ কুড়িয়ে মাঝি চলেছে -- বৈঠা হাতে-ই নিয়া!
.
জীবন মরণের এই পারাবার -- গোলক ভূলোকে ধাঁধা,
শাসন বারণের ওই কারাগার -- অলীক অসীমে বাঁধা!
এই স্রোতস্বিনী, স্রোত হারাবার -- ভয় পুষেছে মনে!
মৃত্যু মিছিলে পা মাড়াবার, -- স্বাদ জেগেছে প্রাণে!