জনতার ভিড়ে সেজে উঠেছে ময়দান--
চারিদিকে ধোঁয়া ওঠা প্রতিঘাতের কলাতান--
রক্ত কমল ঘাসের লড়াই পথে--
বখাটে মানুষ আজও প্রবৃত্তির মহীরথে!
প্রস্তুতির জেলখানায় মায়াদানব শক্তি সাধনায়;
অলীক কল্পনা এঁকে, -- এখনও জল্পনায়!
পালাবার আর কোনো পথ নেই!
পদে পদে বিপদ! -- উপায়ও নেই!
বাতাসে পাতা আছে মৃত্যুর ফাঁদ—
সীমানা পেরোলেই বুঝি মুক্তির স্বাদ?
আহত পৃথিবীর বুকে কাঁটাতারের বেড়ী--
শমনের ছেঁড়া চিঠি স্বার্থের সিঁড়ি!
বৈকুল্যের বোচকা ঠুসে নির্মোক আলো--
পালাবার পথ নেই! -- বড্ড এলোমেলো।
বাতাসে পাতা আছে মৃত্যুর ফাঁদ--
সীমানা পেরোলেই বুঝি মুক্তির স্বাদ?
জনতার ভিড়ে সেজে উঠেছে ময়দান--
অলিগলিতে উড়ছে রকমারি নীতির নিশান!
লাল চোখের দাসত্ব! -- লুটপাট ব্যালেটে!
অভিনয় ছেড়ে আসুন! -- সবটুকু স্ক্রিপটেড।
কথার মলমে মিছেই মন মালিশ--
রাজার সিংহাসন রক্তেই হয় পালিশ!
পালাবার আর কোনো পথ নেই!
পদে পদে বিপদ! -- উপায়ও নেই!