কামরাঙা শরীর জুড়ে আমরাঙা শাড়ি--
জামরাঙা ঠোঁটের লালে জরদা সুপারি!
মাছরাঙা মন খোঁজে সময়টা শিকারী!
ধুমলাগা নগরের প্যাঁচা সাজে প্রহরী--
ভালোলাগা কুরে খায় কলিজার সুরভি!
রংলাগা চোখদুটি রত্ন খোঁজা জহুরি!
জংলাগা পথে,,, শুনছো হে তিনকড়ি;
ঝিমলাগা শরীর পরে জীর্ণ শরীরী!
কালাকালা শহরে দেখেছি শেষ সূর্যাস্তে।
সারাবেলা বৃথা কাটে মানুষের উপহাসে
অছিলায় দেখেছিনু পৃথিবীকে কতো রুপে।
আঙিনায় ফোকলা দাঁতেও জল হাসে!
বানভাসি বর্ষার বেদনায় নীল রঙে--
পরিযায়ী পাখি হয় আকাশের বুকে!
পরবাসী ডানা মেলে উড়াল দিলে!
মহীয়সী নির্ভয়া এতোদিন কোথায় ছিলে?