যতই করি হরি সাধনা--
কলঙ্কিনী নাম ঘোচে না!
খেটে খেটেই হাড় কালিমাস--
বিনি পয়সায় ঝিঁ বারোমাস!
আমিত্ব আজ ঘুমের ঘোরে--
বিছানা ছাড়ি অনেক ভোরে!
কমলা হয়েছি শান্ত গুণে--
বিশাখা হয়েছি কর্ম ক্ষণে!
ইন্দু বিন্দু সিন্ধু হতেও-
কেন্দু হয়েছি বিরূপ মতেও!
তবুও করি হরি সাধনা--
কলঙ্কিনী নাম ঘোচে না!