কাউকে যদি অবজ্ঞাই না করলাম--
তাহলে এতো উপরে উঠে এসে লাভ কী?
সবাইকে যদি আমি না-ই বুঝালাম--
তাহলে ব্যাক্তিত্বের এতো বড়াই কিসের?
বাকিদের চেয়ে একটু হলেও তো অনন্য--
নতুবা সংগ্রাম করে পদ অলঙ্কৃত করলাম কেন?
আগের মতোই যদি বন্ধু খুঁজে মরবো--
তাহলে ব্যক্তিত্বের উচ্চতা বাড়াবো কীভাবে?
এখন সবাই তো আমাকেই খুঁজবে--
অথচ কেউ কিন্তূ খুঁজে পাবেনা খুব সহজে--
শেষে তাই লোকেরা মনক্ষুণ্ণ হয়ে বলবে--
"ওকে এখন তো আর পাওয়াই যায়না!
ও কি আর আগের মতো সেই মানুষটি আছে?
এখন সে যে অনেক ব্যস্ত মানুষ।
আজ আমি সত্যিই বড় ব্যাস্ত মানুষ!
আমার গর্বে বন্ধুরা যখন গর্বিত বোধ করে!
ভাবতেই আমার যেন বেশ ভালো লাগে।
জীবনটাকে কেন জানি সফল সফল মনে হয়!
মাথাটা উঁচু করে হাঁটতে আমার ভলো লাগে--
কিন্তূ নিজেই জানিনা ঠিক কতোখানি ভালো!
আমার চারপাশে এই ঘিরে থাকা মানুষেরাই--
আমাকে ভালো ভালো বলতে অন্তপ্রাণ সদায়।
এরাই হয়তো একদিন আমায় অবজ্ঞা করতো--
পথে মুখোমুখি হলে মুখ ফেরাতো ঘৃণায়!
আজ আমার কলম সবার মুখের ভাষা যেন--
এক লহমায় করে দিয়েছে পরিবর্তন এই হেন!