তবে,
এই ভবে,
আসিনি কবি হতে!
এসেছিলাম সাধ্য-সাধনে মানুষ হতে!
নির্মম সত্যের জ্বলন্ত খনিজ অঙ্গারে,
মিথ্যের গুঁড়ো আবর্জনা পুড়িয়ে তোমাদের সংহারে:
আমার বিবেককে কলমের বারুদ হয়ে জ্বালিয়ে দিতে,
কিন্তু কিছু মহান কবি পারেনি এসব মেনে নিতে!
বিবেকের জ্বলন্ত খনিজ অঙ্গারে বৃষ্টির ফোঁটা এঁকে দিতে,
ওরা আজ আশ্রয় নিয়েছে এক-এক করে ছল-চাতুরীতে,
ওরা বোধহয় ভুলে গেছে সম্পর্কের দাবীগুলো,
কিছু হিংসের জমানো ময়লা-ধুলো,
সামিল করেছে কবিত্বের লড়ায়ে,
আর নিজেদের বড়াইয়ে,
নিজেদের নামটা
রোজ-নামচা
তাই এই কবিত্বের লড়ায়ে হে মহান বীর কবি,
কেমনে ভাবিছো আজ নিজেকে তুমি কবি শ্রেষ্ঠ রবি ?