তুমিই তো সেদিন বৃষ্টি চেয়েছিলে বলে--
অজান্তেই আমি মেঘেদের মন ভেঙে দিয়েছি!
বিশাল বৃষ্টিরা খুব করে ঝরে পড়েছে--
তবে কী তুমি খুশি হওনি প্রপালিকা?
ভূমি যে সিক্ত হয়ে চটচটে হয়েছে!
নীলিমায় এখন সহস্র লক্ষ কোটি তারা।
হাতের মুঠোয় তুমি তারা ধরতে চেয়েছিলে--
জলের বুকে আমি আগুন লাগিয়ে দিয়েছি!
মোরগ ফুলের মতো টকটকে লাল চেয়েছিলে
ব্লুটিং পেপারে রক্ত শুষে প্রেমপত্র লিখেছি!
এরপর সময়ে অসময়ে তুমি আরও চেয়েছিলে
সাধ্যমতো আমি আপ্রাণ চেষ্টা করেও থেকেছি।
সেই তুমি বিচ্ছেদের দাঁড়ি কমা লিখেছো--
লাভ ক্ষতির হিসেবে বহুরূপে তোমায় দেখেছি!
মুক্তি চেয়ে তারপর তুমি উড়াল দিয়েছো--
নষ্ট নীড়ে আমি বৃথাই অপেক্ষা করেছি!
একদিন তুমি ছিলে! -- এখন আর নেই।
এক এক করে জীবনপথে সবাই ছাড়ে!
বেশ একা একার একলা আমি সেই।
ছায়াটাও যে সঙ্গ ছাড়ে কালো অন্ধকারে!
কিন্তু দুঃখ কিছুতেই সঙ্গ ছাড়ে না!
অনেকবার শান্ত মনে আমি ভেবেও দেখেছি!
কোনো কিছুতেই আর কোনোকিছু মেলে না।
নিষ্ঠুর হয়ে আমি যৌবনটাকে নষ্ট করেছি!
বলে পুরুষের যত্নে প্রেম ভালোবাসা থাকলে-
নারীর কাছে পৃথিবীটা স্বর্গ হয়ে যায়!
তবে কি স্বর্গটা নরক করে এলে?
তবে কি মোহ মায়াও মিলেমিশে যায়?
মায়া কি মিছেই শত বছরের অপেক্ষা!
বেশতো অভিমান নাহয় চুমুতেই মিটে যাক!
অবসান হোক এবার চাতকের দীর্ঘ প্রতীক্ষা।
সম্পর্ক আজীবন শক্ত খোলকে টিকে থাক।