চোখের দেখা নাইবা হল নন্দিনী-
মুঠোফোনে'ই তবু তুমি খবর নিয়ো!
বেঁচে যাওয়া সময় হতে নন্দিনী-
একান্তে একটুখানি সময়, আমায় দিয়ো!
কত যে, বছর দেখিনা তোমায়-
কত যুগও তো দিয়েছি কাটিয়ে!
কত রঙীন বসন্ত, মরা বিষন্নতায়-
নিলাম চক্রবূহে বন্দী, দিয়েছি ফিরিয়ে!
পায়ে বেড়ী দেওয়া শখের পাখি-
বন্দি খাঁচায় তুমি যে বউ-কথা-কও!
বৃথায় যেন আদর মাখতে চাইছি!
ভয়ও হয়, - যদি পরিযায়ী হও!
তবুও তোমাকে পাওয়ার সুপ্ত আশায়-
আবার আমি নতুন জন্ম পেয়েছি!
মন পিয়াসী দুপুরে রোদেলা আভায়--
ঘর বাঁধার শাশ্বত স্বপ্ন দেখছি!
একলা ঘরে, রংচটা মেঝেতে দাঁড়িয়ে!
ক্ষণিকের জন্য হলেও একান্তে নন্দিনী-
আমাদেরও কিছু কথা হোক মুঠোফোনে!
চকিত ভালোবাসা, স্বপ্ন সুখে নন্দিনী-
হারিয়ে যাক আমার আমিত্বের অবসাদ!
তুমি উপহাস কোরো না যেন-
সোনা খাঁটি, কাটি তবুও নিখাঁদ!
উহ্য অতীত সব এই হেন?
চোখের দেখা নাইবা হল নন্দিনী-
মুঠোফোনে'ই তবু তুমি খবর নিয়ো!
বেঁচে যাওয়া সময় হতে নন্দিনী-
একান্তে একটুখানি সময়, আমায় দিয়ো!