গলির মুখে আঁধার যখন থমকে দাঁড়ায়--
উঠোন ছেড়ে অল্পনারা এসে দু-হাত বাড়ায়!
শ্রেষ্ঠ দুর্বৃত্তের রঙহীন পোষাকি মধ্যবিত্ত জীবন!
জলের বুকে ভাসা পঙ্কিল-পঙ্কজ ঠিক যেমন-
তবুতো এমনও এক বর্ষার বিষণ্ণ দিনে--
ছাতার পিঠেই ফুল্কি আঁকি ঘরের কোণে!
আদর ও ভালোবাসার ছোঁয়ায় জীবনের গল্প--
আল্পনা সমাহারে জরির পাড়ে দীপ্তির রূপকল্প!
লোডশেডিং হয়! - ঘন কালো অন্ধকার রাত!
অবসর নেইতো!-- সময় স্রোতে চলছে দু-হাত!
যখন রাত বাড়ে! -- হুড়মুড়িয়ে কাজও বাড়ে!
সঙ্গ দিয়ে, -- চুল, দাড়ি, নখগুলোও বাড়ে--
শরীরের এখন খিদে নেই! -- ঘুমও নেই!
চাওয়া, পাওয়া! - দেওয়ারও তো কিছু নেই-
গুণগুণ পিনপিন গল্প গানের বুননে ধুতি--
কাপড় গুণে পোষাক তেমন পাক্কা সুতি।
ভোরের আলো! -- সবে যে কাজ ফুরালো--
জীবন যুদ্ধ! - কর্মগুণ আজ মানুষ চেনালো!
বেশতো একদিন তোমাকেও নাহয় সঙ্গে নেবো!
প্রিয়-রাতে পায়ে হেঁটে, -- আমার শহর চেনাবো!
শ্রেষ্ঠ দুর্বৃত্তের রঙহীন পোষাকি মধ্যবিত্ত জীবন!
জলের বুকে ভাসা পঙ্কিল-পঙ্কজ ঠিক যেমন-
তবুতো এমনও এক বর্ষার বিষণ্ণ দিনে--
ক্ষুধা চরিতার্থেই স্বপ্ন বুনি ঘরেরও কোণে!