চারিদিকে কলরব, খেলা হবে, খেলা হবে!
বিশ্বাসে বৈভব, মেলা খেলায় দিন যাবে!
ভূতেদের রাম-নামে, সাধু বেশে পাকা চোর!
সাজানো চক্রবুহে, রাত শেষে হয় ভোর।
নেতাদের কারচুপি, হানা দেয় দিন রাত:
ঘাসফুলে ভরাডুবি, ভেঙে যাক কালো হাত।
নগরের মহাজনী, চুপিসারে লুটে নেয় শৈশব!
কখনও রাধারানী, কখনো সেই কাল ভৈরব!
খেলা হবে খেলা হবে, চারিদিকে শরগোল!
ফুলে ফুলে খেলা হবে, লাগাবে গণ্ডগোল!
গল্প দেবে, সব পাবে! - এইবার ভোটে!
খেলা হলেই ছুড়ে দেবে! - সব লুটেপুটে
এখানে যেন আজ, প্রাণের খেলা হয়,
সস্তার রক্ত দাগে উন্নয়ন, মিছে নয়!
মিছে নয়! - তবু বুনিয়াদি গড়া হয়!
আজও এখানে খেলা হয় খেলার আগে!