চারিদিকে স্বার্থ সারথি! - জন মানবে আর্তনাদ-
অন্ধকার জীবন হাহাকারে বুকে জমা প্রতিবাদ!
অধিকার খুঁইয়ে ভিক্ষার ডালি উঠেছে দুহাতে--
ঠুলি চোখে আমজনতা উল্লাস তারিয়ে দেখছে।
মিনারে অনাহারে লড়ে যাওয়া বিপ্লবীর লড়াই--
মিছিলে হেঁটে চলা অভিনেতার আত্ম বড়াই!
শিল্পীর বুকে রঙ ছোঁয়া বহুরূপতার রূপভেদ--
কেনা-বেচায় দর কষাকষির যে ভিন্ন মতভেদ!
জোটে ভোটে লাটে ওঠা বেওয়ারিশ লাশে--
হুজুরের পোষা কুকুর ঘেউ ঘেউ ডাকে!
তবু যেন কালঘুমে -- গলে গেছে কলরব--
শিশুদের নাচানাচি বুড়ো খোকার মুখে অনর্থক;
বিষ-বৃক্ষে এখন দুটি ফুল ফুটে আছে--
সাহেব দিদির লড়াইয়ে চাকর যেন কাঁদছে!
জলে কুমির ডাঙায় বাঘেদের সঙ্গে লড়তে--
প্রতিনিয়ত বাঁচতে হয় শুধুই বাঁচার তাগিদে!
মানুষ এখন স্বার্থপর! - ঢলে আছে কালঘুমে--
কাস্তে-হাঁতুড়ি ও হাত মানুষের বিচ্ছিন্ন অনুভবে!
ওঠো বীর, ঘুম ছেড়ে সমাজের রাজপথে--
লড়ে নাও অধিকার; - ভিক্ষার ঝুলি বলিদানে!
উঁচু করে দাঁড়িয়ে যেমন হিমালয় অদূরে--
কালোমেঘ ছিঁড়ে বৃষ্টি ভেজা সবুজের চাদরে!
আলো অনুক ভবঘুরে! -- মুছে যাক গ্লানি--
ভীত হোক! - যত লোক, -- সুযোগের সন্ধানী!
আর বেশি দেরি নেই তোমাদেরও নেয়ামতে;
সুদিনের প্রলোভন ছেঁড়া জুতো খোলা ফুটপাতে
মানুষের চিৎকার আরও বেশি গাঢ় হয়--
বৃথা সময়ের নয়ছয়! -- নিছক'ই মানুষের ভয়!