পুরুষ নামেই! আমি যে এক যৌন ব্যবসায়ী-
সময় সুযোগে শরীর পেলেই আমি সওদা করি!
রূপ সাগরে ভাসিনা তবু, অলীক স্বপ্ন নিয়ে--
খাঁচায় বন্দি করিনা কভু, ওই বনময়ূরী টিয়ে!
কাছে আসা ভালোবাসা তেমন একটা বুঝি না!
প্রেমিকা প্রেয়সী সঙ্গী সাথী প্রিয়তমা খুঁজি না!
অগোছালো মায়া জাদুকরী যেন নারী শীতল দেহ
পরম যত্নে'ই লুটে নিই, - করিনা কোনো সন্দেহ!
আবেগ অনুভূতির তোয়াক্কা আর আমি করি না--
লুণ্ঠিত নারী বলে, - আমি কেন মরি না!
বস্তা পুরেই সস্তা দরে, প্রেমিক প্রেমের নামে--
নরম বিছানায় ফেলে দুটো শরীর শুধুই ঘামে!
প্রেম ভালোবাসা খুব একটা আমি খুঁজি না!
দুঃখকষ্ট বিরহ বেদনার নীলরঙ আমি বুঝি না!
আমি যে পুরুষ নামের এক যৌন ব্যবসায়ী--
ক্লান্ত সুখে আনন্দ উল্লাসে আমি যে শয্যাশায়ী!
প্রেম ভালোবাসা মানেই তো শুধু শরীর বুঝি!
চকিত সুখ ভালোবাসা প্রত্যয় কোমল দেহ খুঁজি
নগ্ন শহরের ভগ্ন পথের নগ্নতায় আমি হেঁটে--
অনাবৃত স্তন ঊষ্ণ ঠোঁটের ভাঁজে ঠোঁট চেটে!
উরুতে উরু ঘষে কামনা বাসনা শান্ত করি!
আমি যে প্রেমের নামে হানি মহা বাটপারী--
লোলুপ চোখে নারীর রন্ধ্রে রন্ধ্রে অধিবিষ ঢালি!
আমি যে যৌন ব্যবসায়ী, শিকার করি কৃষ্ণকলি!