বেশতো জীবনের মতোই জীবন চলুক--
    তাতে স্রোত'ও আসুক, - ভাটা'ও পড়ুক।
স্থির জলের নগ্নতায় রবি-শশী'ও হাসুক।
   শাখানদী, উপনদী, কানানদী'ও থাকুক!
তবুও জীবন চলুক জীবনের মতো--
  মিছে'ই কেন যে জটিল করো?
সহজ সরল হিসেব নিকেশ যতো--
  কেন যে পথে উল্টে ধরো?
অনেক সুন্দর এই জীবনের ইচ্ছেনদী--
আমরা'ই তাকে ভীষণ জটিল করি!
বুকেতে বিষমাখা তীর বিঁধিয়ে চলি--
  স্মৃতির অন্ধকারে বৃথা'ই হাতড়ে মরি!
জীবনকে আমরা'ই তো কারণে অকারণে--
  দোষারোপ দিয়ে থাকি বারংবার আক্ষেপে!
অধ্যাবসায় আর স্বল্প পরিসরের প্রচেষ্টাতে--
  জীবনে সুখ ঘিরে থাকে বারোমাসে।
তাই জীবন চলুক জীবনের অভিজ্ঞতায়!
সামাজিক ভয়, অবক্ষয়, বুদ্ধিদীপ্ত মাথায়!
চকিত স্বপ্ন-সুখ ছুঁয়ে দেখার আশায়!
  বেনামে'ই থাক জীবনের ছেঁড়া পাতায়।
একলা এসে একলা'ই ফিরে যাওয়া--
  মাঝের কিছুদিন জীবন নামে পাওয়া!
সাজানো চিতায় শরীরটুকু তুলে দেওয়া!
নয়তো তিন-হাত জমিনে ঠাঁই নেওয়া--
মানুষ নামের পুরুষ কিংবা নারী--
বয়স ভারে কচি, বুড়ো, মধ্যবয়সী!
হিন্দু-মুসলিম বৌদ্ধ-খ্রিস্টান জৈন-শিখ পড়শী!
জীবন যুদ্ধে জীবনের জীবিত গড়মসি!
  তবুও জীবন চলুক জীবনের মতো--
মিছে'ই তোমরা তাকে জটিল করো!
ঘৃণা, অবহেলা, গ্লানিতে জীবন মারো--
জীবন জীবনের অবিচ্ছেদ্য নয়তো কারো!
তাই জীবনের মতোই জীবন চলুক--
  এখন মানুষে যা বলে বলুক!
বসন্ত আসুক কিংবা নাইবা আসুক!
মন বাগিচায় জীবনের ফুল ফুটুক!