সম্মান না পেলে সঙ্গ ছেড়ে দিও।
গুরুত্ব কমে গেলে দূরত্ব বাড়িয়ে নিও।
অবহেলা শুরু করলে মূল্যায়ন কমিয়ে দিও।
বিরক্তি বাড়তে থাকলে আসক্তি থামিয়ে নিও!

ভুল কিছু হলে, ভুলটুকু ভাঙিয়ে যেও!
ভয় ডর পেলে, স্মৃতিটুকু বনবাসে দিও।
ঘৃণা জমতে থাকলে দেওয়াল তুলে নিও!
বিশ্বাস ভেঙে দিলে সম্পর্কই ভেঙে নিও।

ধৈর্যের বাঁধ ভাঙলে, একলা একাই বাঁচো!
সন্দেহ জমতে থাকলে, বিচক্ষণ হতে শেখো!
প্রবঞ্চক পাশে রাখলে, -হুশিয়ার হয়ে থেকো!
নিষ্ঠুর কাছে ডাকলে,  শুধু দুর্বলতাটুকু ঢেকো।

ভালোবাসা না পেলে, আবেগ বিসর্জন দিও!
মায়ায় না জড়ালে, দর্শক হয়ে যেও।
আগলে না রাখলে, আলগা হয়ে যাও।
টান না থাকলে, বিচ্ছিন্ন হতে দাও।

নতুন কিছু পেলেও, পুরাতনের কদর করো।
মনুষ্যত্ব না থাকলেও, বিবেকটুকুই জাগ্রত করো।
অত্যাচারী সময় স্রোতে, - তুমিই শিকার হলে--
নীরবে না সয়ে, - রুখতেও শিখে নিলে।

ভালোবাসাকে তবু কেউ বাজারের পণ্য ভাবলে,
ভুল ধারণা অবশ্যই তুমি ভেঙে দিও।
ক্ষমা করাকে কেউ তোমার দূর্বলতা ভাবলে--
সমূচীন জবাব কিন্তু তুমি একদিন দিও।

প্রেমী, ধনী কিংবা সুশ্রী না হলেও--
মনের বিশালতায় জল রঙেই রাঙিয়ে নিও।
আর একান্তই, সে এক চরিত্রহীন হলে--
নিজেকে একলার করে নিও মৌন কৌশলে।

সময় থমকে দাঁড়িয়ে, একবার ঘুরে দাঁড়াও!
সমাজিক ভয় এড়িয়ে, জয় করে নাও।
তুড়ি মেরেই উড়িয়ে দিও বিষাদ মায়া।
ঘুরে দাঁড়াও, পিছনে তোমার কালের ছায়া।