ঘুমিয়ে গেছে শহরতলি, - চাঁদের আলোয় বেশ!
খবর পেলাম অবনি, রাতের আঁধারে নিরুদ্দেশ!
কড়া নড়িয়েও মেলেনি সাড়া, - হয়েছে ভবঘুরে
পেয়েছে কী আলোর দিশা, - অচেনায় অদূরে?
অবনী, কেমন আছো? - কোথায় আছো তুমি?
একটিবার ফিরে দেখো, এই স্নেহের মাতৃভূমি--
ঘুমিয়ে গেছে মানবতা, অবাক করা কালাজ্বরে!
ঘুমিয়ে আছে শিশুর পিতা, - যীশুর'ই অন্তরে!
ছোট্ট শিশু'ই পুরুষ হবে, - কালক্ষয়ের মোড়ে-
অচেনা পথে পা মিলিয়ে, অন্ধকার কারাগারে! বিশ্বাস যেন অজুহাতে, অবনি আজ ভবঘুরে!
মানুষ তবু ঘুমের ঘোরে, - আতঙ্কিত কালাজ্বরে!
ঘুমিয়ে আছে বিবেক নামে, মূল্যবোধে আলো!
কফির ধোঁয়া নগ্ন স্রোতে, - অন্ধকার'ই ভালো।
জীর্ণ-শীর্ণ শরীর তাপে, শুকনো শুকনো মুখ--
ভাঙছে ভাঙুক ভাঙতে দেখেছি মাংসপিণ্ডে বুক!