মায়ার মর্ত! মায়ার মায়াজালে মোহিত মানুষ-
বহুরূপী রূপে আমি দেখেছি তোমার অপরূপ!
এক কাপ চা দিয়েছেন মা তোমাকে-
অর্ধেক চুমুকে আর অর্ধেক পাউরুটিকে দিয়ে!
পুরো পাউরুটি মূখে পুরে স্বাদ-গ্রহণ করো-
রাজনীতির রাজপথ এভাবে তুমি হাঁটতে শেখো
কায়া নয় ছায়া হয়েই পাশে থেকো-
মানুষ এখন কালঘুমে! বৃথাই কবিতা লেখো!
দুয়ারে এসেছে নব জন জোয়ারের ঢেউ--
সুপ্ত অভিসন্ধির কারসাজি জানতে চাইনি কেউ!
লক্ষীর ভান্ডার লক্ষী লাভেই দিন শেষে জয়ী-
স্বাস্থ্যসাথী বাংলা জুড়ে পায়ে পরিয়েছে বেড়ী!
সাবাশ জনতা ধন্যি তোমায়! - আরও যে কত!
ঠুলি চোখে লিখছো লিখন তোমার ইচ্ছেমতো।
মানুষের ঘুম ভাঙে না আজও স্বার্থটুকুই বেঁচে-
কঠিন আসুখ ভাতা লোভে পা ফেলছি মেপে!
বঞ্চনা বুমেরাং! শিল্প শিক্ষা ও সম্পদে লুঠপাট!
ঘুমন্ত মানুষ! অসহায় শিশুর মতো কুপোকাত!
মায়ার মর্ত! মায়ার মায়াজালে মোহিত মানুষ-
বহুরূপী রূপে আমি দেখেছি তোমার অপরূপ!