কবি তোমার কবিতা, তুমি ফিরিয়ে নাও--
বড্ড বেশি'ই মিথ্যে কথা বলে ফেলেছো।
এইবার তোমার কবিতা, তুমি ফিরিয়ে নাও।
এ জন্মে "মানস সুন্দরী" বলে কাউকে'ই তো--
কখনো কোথাও কোনোখানে'ই যে খুঁজে পাইনি!
আসা যাওয়ার মরুপথে যাদের ফেলে এলাম--
তারাও তো কেউ, নয় "মানস সুন্দরী"।
ওরা যে ফানুস ভালোবাসে! - স্বচক্ষে দেখলাম।
ওরা কসমেটিকের এক অতি জঘন্যতম পুজারী
তাই তোমার কবিতা, কবিগুরু ফিরিয়ে নাও।
অলীক কল্পনায় আমিতো কভু ভাসতে চাইনি।
মিছেই কেন জটিল জল্পনা এঁকে দাও?
'যেতে নাহি দেবো' - কই কেউতো আর--
বলেনা নিশ্বাসের বিশ্বাসে তুমি থেকে যাও!
ঘৃণার নৃশংস কন্ঠে সবার এক চিৎকার--
'যেথা পারো, সেথা খুশি চলে যাও'।
রবি তুমি, তোমার কবিতাগুলো ফিরিয়ে নাও--
সোনার খাটে ঘুমাচ্ছে রাজার কুমার, ঘুমোক!
তবুও তুমি তোমার কবিতাগুলো ফিরিয়ে নাও।
বিদ্রোহী ভৃগুর পদচিহ্নে ধন্য হোক স্বর্গলোক!
জানিনা কাকে ভাবলে তুমি সন্ধার মেঘমালা,
হতেই পারতো, - সর্প উদ্যত বিষাক্ত ফণা!
কোন বিশ্বাসে ছোঁযাবো মন, - আমি জানিনা!
আধুনিকতার ঢলে পড়ে সবই তো মহামায়া!
আচ্ছা বলতে পারো ঠিক কোন বিশ্বাসে--
এই বুকের সিন্দুকে তাঁকে রাখবো লুকিয়ে?
কোন অপভ্রমে কাজল কালো হরিণীর চোখে,
রাখবো আমার চোখ! - বলোতো কোন চোখে?
ওর মাতাল চোখগুলো যে, চোখ নয়--
ও যে, এক বিষাদের সুরম্য ফাঁদ।
আজ আর তাই অলীক কল্পনা নয়--
বাস্তবের মাটিতে দেখে যাও ঝলসানো চাঁদ!
কবি তোমার কবিতাগুলো তুমি ফিরিয়ে নাও!
দিনদিন যন্ত্রণার নরকে যেভাবে হচ্ছি নিঃশেষ!
হরিয়ে ফেলছি দস্তানা, - বাটপারি করেই খাও
ক্ষুধার্ত মাটিতে আজ কবিতারা হোক নিরুদ্দেশ,
মানুষ একঘেয়েমির জীবনে শেষ হতে হতে--
বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে অবশেষে সে মূলস্রোতে!
বড়ো অবান্তর, বড়ো অদ্ভুত, অবাস্তব লাগে।
আজ থেকে ওসব যাক বাতিলের খাতাতে।
নিষিদ্ধ হোক তোমার লেখা শতশত কবিতা--
এইমুহূর্ত থেকেই তুমুল ঘোষনা ঘোষিত হলো।
দু-চোখে আর স্বপ্ন নেই! নেইতো অনুশোচনা--
কল্পনার শিশু গাছটাও যে, - হচ্ছেনা বড়ো!
কবি তোমার কবিতা, তুমি ফিরিয়ে নাও!
এবার নাহয় কবিতার বদলে ইতিহাস লিখবো!
তেপান্তরের মাঠে তুমি তালগাছ হতে চাও?
আমিও ভেবেছি খেজুর গাছ হতে শিখবো
কবি তোমার কবিতা, তুমি ফিরিয়ে নাও--
কোনো প্রেম'ই বেঁচে নেই হতাশা ছাড়া!
তুমিতো মিছেই তবু তাঁকে পূর্ণতা দাও!
এ দুচোখ শুধু সাক্ষী, নির্ঘুম রাতজাগা।
কবি তোমার কবিতা, তুমি ফিরিয়ে নাও!
নয়তো এবার গাঁজার আসরে তোমাকে সহ!
তোমার সমগ্র রচনাবলী এমনকি কবি স্বত্তাও--
জঘন্যভাবে হত্যা করবো আমি, করবো দুর্বিষহ,
কবি তোমার কবিতা, তুমি ফিরিয়ে নাও-
তুমি যে বাস্তবতার কোনো কালেই ছিলেনা।
চির অম্লান, বস্তাপঁচা গুমোট হয়ে যাও!
তুমিতো গরিবের মুখে মুখে বিদ্রোহ আনলেনা!
কবি তোমার কবিতা, তুমি ফিরিয়ে নাও--
বড্ড বেশি'ই মিথ্যে কথাগুলো বলে ফেলেছো।
এইবার তোমার কবিতা, তুমি ফিরিয়ে নাও।
এইমুহূর্ত থেকে তুমুল ঘোষনা ঘোষিত হলো।