একটি গাছ যদি হয় একটি প্রাণ--
কেন তবে তরুদলের এই নির্মম বলিদান?
কুড়ি বসন্ত অপেক্ষায় বেড়ে ওঠা অটবি,
কুঠার আঘাতে নিমিত্তেই লণ্ডভণ্ড ছিন্ন বিটপি!
মাথার ওপর থেকে উঠে আসে ছায়ার আচ্ছাদন
রোদে পোড়া পরিবেশ জুড়ে বাড়ে বিশ্ব ঊষ্ণয়ন!
একটি গাছ যদি হয় একটি প্রাণ--
বৃক্ষ ছেদন মানুষের বুকে লালসার প্রতিদান!
দাবানল ছড়িয়ে পড়ছে, - মাটি দূষিত হচ্ছে,
পথিক জনের ছাতা, - বটবৃক্ষ সেও ধুঁকছে,
চোখ থেকে ক্রমশ সরে যাচ্ছে সবুজের সমারোহ
তাই একটা নয়, - বৃক্ষ রোপণ করি অহরহ!
একটি গাছ যদি হয় একটি প্রাণ--
তবুও গায়না কেন ঐ গাছেদের গান ?
ফুল, ফল, কাষ্ঠ, ছায়া -- আরও কতশত,
পরমবন্ধু কোথায় পাবে ঐ গাছেদের মতো?
বিষ বাষ্প ছড়িয়ে পড়ছে মুক্ত বাতাসের বুকে,
বাঁচতে চাইলে এখনই তুমি গাছ লাগিও সুখে।
একটি গাছ যদি হয় একটি প্রাণ--
তবে কেন গাছেদের সেই আত্ম বলিদান?
মধু, ধুনো, ভেষজ উপাদান সবটুকু জুড়ে,
দাঁতের মতো শিকড় সন্ধানী মাটির বুক খুঁড়ে,
পায়ের তলা থেকে ক্রমশ সরে যাচ্ছে মাটি,
ইচ্ছে হলে গাছ লাগাবো আরও বেশ কয়েকটি।