বন্ধু এবার তো একটা সিগরেট দে,
খাই আর তার কথা ভুলে যাই!
বুকের ভিতর জমানো যত স্মৃতি বিস্মৃতি
হৃংপিন্ডের মাঝে জমানো যত ব্যথার পাহাড়  
নিকোটিনে এবার নাহয় আমি ঝলসে দিই।
আমি এবার ছাই হয়ে যেতে চাই!
আর যে আমি পারছি নারে বন্ধু
নিজেকে আর কিছুতেই আমি সামলে নিতে,
মৃত্যুর গহ্বরে এবার আমি ডুব দিয়ে
আমি নাহয় ক্ষণিক শান্তি পেতে চাই.....
ওর রুপ মাধুরী আমাকে জ্বালিয়ে দিয়েছে.
পুড়িয়ে দিয়েছে হৃদয়, তার মায়াবী আর্কষণ!
চিতায় সাজিয়ে প্রেম আগুনে পুড়িয়ে দে!
আমার মৃত্যু আমি দেখে যেতে চাই।