আমি পদ্যকার; - পদ্যেই নর্ম পাই!
তাইতো যখনি আমি ফুসরত পাই!
তখনি পদ্য লিখে তৃষ্ণা মিটাই।
শব্দ সুতোয় অনুভূতির চুমকি সেলাই!
তবে রবি-ঠাকুরের মত ভাবুক নই--
বিদ্রোহী নজরুলের মত ভুয়োদর্শীও নই!
শরৎচন্দ্রের মত কাব্য রসিক নই--
নব্য কবিদের মত ছন্দ্রজ্ঞও নই!
তার পরেও কিন্তূ কাব্য লেখক!
কারণ আমি যে পদ্যের সেবক।
যে দিকেই আজ আমি তাকাই--
সেদিকেই বহু কাব্যকার খুঁজে পাই।
কাব্যধারা আকাশে নক্ষত্র তুল্য দৃশ্যমান!
আমি কি পাবো সেথা কিঞ্চিৎ স্থান?
অসংখ্য কাব্য পুষ্পের মুগ্ধকর ঘ্রাণ--
মম পদ্য হানে অচেনা সংগ্রাম!
না ছুঁড়ে ফেলে তুলে নিয়ো বক্ষে,
যদি মুগ্ধ হও, - তবেই রক্ষে!
হে বাংলাভাষী! - হে নব পাঠক!
কবে মোর পদ্য হবে সার্থক?