দিদি ডাকে কেষ্ট, - পিসি বলে বীর!
জেলা জুড়ে শ্রেষ্ঠ, - ঘাস ফুলে নীড়।
বাঘ-বাগ বলে সব, - কেঁদে মরে জনতা!
চোর চোর কলরব, - সব যেন ভনিতা!
কোটি টাকা লুটেপুটে, - কারাগারে করে বাস।
নেতাদের মুখে চোখে, - তবু তার প্রতিবাদ!
পাচারের কালো ধন, - মিলে চিলে গচ্ছিত:
সমাজের বড় মন, - মানুষ তাই বঞ্চিত!
তবু দেখি খেলা হয়, - হেরে মরে জনতা!
পাচনের প্রাণ ভয়, - মুছে যায় মমতা!
বিছানায় শুয়ে বসে, - কেটে যায় দিনরাত!
মগজ ধোলাই শেষে, - জানি হবে বাজিমাত।
মেলাখেলা লীলাও হয়, - লুটে যায় হানাদার!
চেলারাও নেতা হয়, - ভেঙে যায় সংসার!
পেটোহাতে হানা হয়, - মনে জাগে সংশয়!
রাজনৈতিক নেতা ভয়, - এরবেশি আর নয়!