রক্ত গোলাপ হাতে নিয়ে হে প্রেয়সী
আজ আবার আমি তোমার সম্মুখীন হয়েছি,
এক চিলতে সুখের আশায় আজ আবার,
বিচ্ছেদে বুনিয়াদির বীজ রোপণ করতে চাইছি!
সমাজ আমাকে দেখে হেসে গড়াগড়ি খেয়ে বলবে,
" ছিঃ পুরুষ ছিঃ ! শেষে নারীর কাছে নিজেকে আত্মসমর্পণ করছো ? "
আমি ধীর স্থির শান্ত মনে ওদের বলবো,
" তোমরা একে আত্মসমর্পণ কেনো বলছো ?
কালির পায়ের তলায় কি শিব বুক পেতে দেয়নি?
নাকি গগন ললাটে ধরিত্রীর বুকে রুদ্রদেব কি স্থাপিত হয়নি?
সাহারা, কালাহারি, গোবি এরা তো এক একটা মরুভূমি,
কই তাবলে তো গোটা বিশ্বটা ধূসর বালিতে ছেয়ে যায়নি!
আমি তো সামান্য এক মানুষ, প্রেয়সীর প্রেমে পাগল,
তাই তোমরা একে দয়া করে আত্মসমর্পণ বলোনা,
শেষবার ভাঙনে আমার প্রেয়সীর ভূমিকায় বেশী ছিল,
তবে আমি একেবারেই নির্দোষ ছিলাম এটাও তো বলতে পারিনা ! "
আবার তাই এসেছি হে প্রেয়সী তোমার দুয়ারে,
আমার সকল প্রেম-ভালোবাসা উজাড় করে দিতে,
তুমি কি পারবে এই রক্ত গোলাপ হাতে নিয়ে,
আমাকে তোমার ভালোবাসার আলিঙ্গনে মুড়ে নিতে!
তুমি কি পারবে আরও একবার আমাদের মাঝে,
বিশ্বাসের অদৃশ্য দেওয়াল তুলে চলার পথের সঙ্গী হতে ?
হাতে হাত, চোখে চোখ, ঠোঁটে ঠোঁট রেখে,
আরও একবার উষ্ণ ভালোবাসার চুম্বন চিহ্ন এঁকে দিতে।
নাকি এখনো মিথ্যে অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে,,
আরও একবার বিদায় জানিয়ে বলবে, " 'আজ আমি তবে আসি'! "
হে প্রেয়সী পারলে একবার বুকে হাত দিয়ে দেখো প্রতিটি স্পন্দনে,
শুনতে পাবে, " ভালোবাসি, ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি ! "