জ্বলন্ত সিগারেটের বিষাক্ত কালো ধোঁয়ার সংকীর্ণ পথ পেরিয়ে,
আজ আবার বহুদিন পর আমার কর্ণকুহরে পুলক জেগেছে,
বারবার আন্দোলিত হয়েছে শাসন বারণের সুমিষ্ঠ কন্ঠধ্বনি !
আর প্রতিবারই প্রতিধ্বনিত হয়ে ফিরে এসেছে নিরালায়!
এককী আপণ মনে, মনে পূরবী জাগিয়ে ভৈরবী গেয়ে গেছে,
বহুদিনের অতি পরিচিত তোমারই পাগল করা কন্ঠধ্বনি ।
আমি তোমাতে আকন্ঠ ডুবে, -- এক এক করে
সাজিয়ে গেছি প্রেমান্ডুলিপি !
জলছবি হরফে আমার প্রতিটি রক্ত কণিকায় লিখে গেছি, -- তোমারই নাম!
আজ প্রতিটা প্রতীক্ষিত প্রহর জুড়ে বারবার শুধু মনে হয়েছে,
আমার কাছে সমস্ত পৃথিবীটা একদিকে -- আর একদিকে শুধু তুমি।
বিন্দুতে সিন্ধু গড়তে চোখের কোণে জমানো এক ফোঁটা অশ্রুবিন্দুও,
আজ অকালে ঝরে যাওয়ার আগে করুণ স্বরে শেষ আর্জি জানিয়ে গেছে,
হে প্রিয়তমা, " চল আরও একবার ভালোবাসি '!
হৃদয়ের ক্যানভাসে জমে থাকা সমস্ত বুক চাপা বোবা কান্নারাও,
আজ মুক্তির দাবিতে ফাঁসির দড়িতে ঝুলতে চেয়েছে!
বারেবারে আমাকে কাঠ গোড়ার সম্মুখ দ্বার দেখিয়ে,
জানতে চেয়েছে প্রেয়সী তোমার কথা, আমি নিশ্চুপ মনে,
শুধু জপে গেছি,,, -- " চল আরও একবার ভালোবাসি '!
আমার ভেতরের সুপ্ত বিবেক বারুদ তখনও গভীর সুষুপ্তিতে ভরপুর মাতাল!
তাই মনের মাঝে লুকিয়ে থাকা সমস্ত কামনা বাসনারা,
খোলা বারান্দায় মাথা তুলে কামনার লালারস ঝরিয়েছে!
আর্জি জানিয়েছে, -- ' একদিন নিরালায় তোমাকে খুব করে ভালোবাসার! "
হে প্রিয়তমা তুমি কি আবার মিথ্যা অভিমানে দূরে সরে যাবে ?
নাকি সব অভিমান মুছে চোখ চোখ, হাতে হাত, ঠোঁটে ঠোঁট রেখে,
আলতো স্পর্শে আমাকে জড়িয়ে ধরে খুব করে ভালোবেসে,
বলে উঠবে, -- ' চল আরও একবার ভালোবাসি ' !