একটা জ্বলন্ত মোমবাতি আর আমি,
ভিন্ন এক নীল গ্রহে একাকী,
এক দমকা হাওয়ায় আমি সর্বগ্রাসী,
নিভে যায় জীর্ণ পৌড় বয়সী।
হামাগুড়ি দিয়ে হানা দিয়ে যাওয়া,
আঁধারে আমার তো কুকুর হওয়া!
এ-ঘর থেকে ও-ঘরে ছুটে গেছি।
মৃত গন্ধে ধ্বংসস্তূপের বুকে আমি,
মুখ গুঁজে গুঁজে খুঁজে ফিরেছি,
মাংসের টুকরো কিংবা উচিষ্ঠ পরমান্ন।
তুমি বিদুষক - আমি যে অপরাহ্ন!
বাকি সব স্বার্থ লোভেই চৈতন্য।