বোধির হয়ে আমার ঘরে ,
স্বার্থ, লোভে উড়াল দিলে ।
দিনের শেষে আঁধার পথে
পথিক তুমি কোথায় গেলে ?
শরীর ছুঁয়ে দেখলে তুমি ,
মন ছুঁতে পারলে কই ?
দিয়েছিলাম আস্ত একটা লাইব্রেরি !
পড়লে শুধু একটি বই ।
চাওয়া পাওয়ার হিসেব বাকী ,
তোমার দেখা পেলাম কই ?
দিয়েছিলাম সুস্বাদু ক্ষীর একবাটি ,
ভাবলে মিছেই টক দই ।
কথার কথা-ই আঁকড়ে তুমি ,
আসল নকল ভুলেই বেশ !
আজও শূন্য-খাঁচায় আশায় বাঁচি !
এ কেমন তোমার নিরুদ্দেশ ?
মিছেই শুধু পুষছো রাগ ,
অহংকার পত্তনের মুল কারণ !
সমাজ, কিছু সময় নির্বাক !
বৃথাই এ লড়াই আমরণ !
এই বেশ ভালোই আছি ,
একলা একাই ঘুমের দেশে ।
ফুলের মালায় ভনভনে মাছি !
আজ শমন আসে ছদ্দবেশে ।
#everyone