এ যে নয় কোনো জীবনানন্দের বনলতা-
বিরহের চাদরে মোড়া যেন এক শকুন্তলা!
বজ্রবুক সাথে করে নয়নে নয়ন মেলে,
সূক্ষ নেত্রে চাপা কন্ঠস্বরে চাঁদকে বলে-
হে পরি, চোখ মেলিওনা আর।
শুভ্র আলোকপ্রভা নিভাইয়ে দাও এবার--
হোকনা সে যতই সভ্য মানুষের অভিসার।
মুখোশধারি পশুদের মাঝে আমি নিশাচর একজন
সাক্ষী শুধুই স্ট্রিটলাইট আর নিরব কুকুরের নয়ন-
দিবালোক এসে করুক মুক্ত
উন্মত্তা লালসার হোক অবসান।
যদিও দিবালোকেও কলঙ্কের কান্ডারি একজন।
হে পরি, চোখ মেলিও না আর!
শুভ্র আলোকপ্রভা নিভাইয়ে দাও এবার।
আসুক দিবালোক, মরণ যন্ত্রনার চেয়
তবুতো ভালো ঘন ঘন দীর্ঘশ্বাস।