" নিমর্ম পাশবিক অত্যাচার, -- উৎসৃঙ্খল বেপরোয়া ছাপোষা একঘেয়েমি শৃষ্ঠাচার ! "
" নেশার শহরে যার বসবাস - তার সঙ্গে এক মুহূর্ত আমার, - অসম্ভব সহবাস ! "
আচ্ছা বেশ ! - এতদিন যা চেয়েছো! - আজ তবে তাই হোক ঋতু !
ঠুনকো সম্পর্কের সুতো ছিড়ে, - খোলামনে এবার তুমি উড়াল দাও নীলাকাশে !
আমি নাহয় চিরকাল একটা শয়তান শকুন হয়েই, - ভাগাড়ের পানে চেয়ে থাকবো !
নিছক পুতুলের বিয়েটাও এবার তবে ভেঙে ফেলা যাক, - হোক না বিচ্ছেদ !
তাতে তোমার কিইবা আসে যায় ! - শুধু শুধু মায়ার চাদরে জড়িয়ে রেখে কি লাভ ?
পাথরের বুকে আর ফুল ফোটানোরই কিইবা প্রয়োজন !
বিশ্বাসের দেওয়াল জুড়ে, -- একটু একটু যেভাবে পলেস্তরা খসে গেছে,
সামনের বর্ষায় ধীরে ধীরে সবুজ শেওলারা ঠিক সেভাবেই,
তার সবটুকু ক্ষত সরিয়ে আবার নাহয় অক্ষত ভাবে বেড়ে উঠবে !
উঠোনের পাশে অনাদরে গজিয়ে ওঠা ঘাস ফুলের বুকে যে প্রেমের উন্মাদনা
সে প্রেমের টানেই ফড়িং হয়তো আসে যায়, - আর, পাগল হয়ে নেচে বেড়ায় !
আজ তুমি তো সেই রঙহীন জল ফড়িং....
যার সূক্ষ্ম ডানায় আমার শান্তির প্রশস্তি, -- উজ্জ্বল ভবষ্যতের আলোকণা !
তবু বিচ্ছেদের বৈরী বাতাসে হেসে উঠি, -- ক্যানভাসে আজ সব যেন আনমনা !