বুলেট এখন গ্রামের মাথা, - রাজার মতন চলে!
তাঁর কথাই শেষ কথা, - হুমকী দিয়ে বলে।
অমরা আছি আমরা থাকবো, চুপটি করে থাক!
সুযোগ পেলে হাটিয়ে দেবো, কাটিয়ে তাঁর নাক!
ইচ্ছে হবে, দেবো তোদের! - ওতেই ক্ষান্ত থাক।
দিদির দয়ায় প্রকল্প ভাতা, - লক্ষী মেনেই রাখ।
স্বাস্থ্যসাথী পাবি তো নাকি, চিন্তা আবার কীসে!
হারলে ভোটে তোরাই খাবি, আস্ত কাঁকড়া বিছে
গাড়ীও পাবি বাড়িও পাবি, থাকবি তোরা সুখে,
একবার শুধু জিতিয়ে দিবি, সামনের এই ভোটে
ধর্ম,অধর্ম বলছিস তোরা, - কি জিনিষ বটে?
খায় নাকি গায়ে মাখে? - ঢোকেনা আমার ঘটে!
প্রাণ ভয়ে কুঁকড়ে থাকি, শোষণ কালো বুটে!
হল্লা করে তরুণ পথে, দৌড়ে দৌড়ে ছুটে!
রক্ত নেশার ভক্ত মানুষ, - শক্ত লোহার বুকে--
লতা পাতায় জড়িয়ে দেখি, কেইবা তাকে রুখে।
বুলেট এখন গ্রামের মাথা, - রাজার মতন চলে!
তাঁর কথাই শেষ কথা, - হুমকী দিয়ে বলে।
একলা পথে পেলে তোমায়, আটকে দেবে বেশ!
বাইরের ছেলে বলবে তোমায় ভুলেই মেরে দেশ।
ভয় দেখাবে পুলিশ মামার, ডজন দুয়েক কেস!
মধ্যবিত্ত জীবন যে তোমার, - ভয়েই তুমি শেষ!
গায়ের জোরে দাপিয়ে পাড়া, বুলেট রাজা ঘুরে,
মানুষ শালা ঘুমিয়ে বাঁচে এক স্বার্থ কালাজ্বরে!
কুকুর বিড়াল লড়াই লড়ে, দখল দারীর আশায়
ভুলেই গেছে সিঁড়ি চড়ে, কারা রেখেছে মাথায়।
কারা কতো সন্ধ্যা দিয়েছে, - কারা কতো রাত!
কারা কতো মেঘ ছুঁয়েছে, হানলে পরে বজ্রাঘাত
জিরো ছিলে হিরো হলে, - হিরো থেকেই হেরো!
সময় এলে বুঝিয়ে দেবে, - পাবেনা তুমি টেরও!
রাতের শেষে দিন আসে, - নদীও ভাঙে পাড়!
শরীর মাংস সব খেলে, - শুকনো পড়েই হাড়।
বুলেট এখন গ্রামের মোড়ল - ইচ্ছে মতন থাকে!
খেলায় করে অদল , - বোঝায় কে তাকে।
পুলিশ মন্ত্রী হাতে মুঠোয়, পাঠিয়ে দেবেন জেলে
থাকতে হবে বাঁধা খুটোয়, শশ্মান আড্ডা ভুলে।
বুলেট এখন গ্রামের পিতা, - রাজার মতন চলে!
তাঁর কথাই শেষ কথা, - হুমকী দিয়ে বলে।
গায়ের জোরে দাপিয়ে পাড়া, বুলেট রাজা ঘুরে,
মানুষ শালা ঘুমিয়ে বাঁচে যেন স্বার্থ কালাজ্বjরে!
শাসন শোষণ সবই চলে, - চুরির রাজ্যে দেশ।
অচল বুদ্ধি পিতল করে, ফোকলা দাঁতেই বেশ।
সংস্কৃতি আজ বিষাদ ঘুমে, স্বপ্ন বুড়োও শেষ!
শিক্ষা করে ভিক্ষা পথে, তবুও সিংহাসনে বেশ।
ঠান্ডা ঘরের ঠান্ডা মাথা, ডান্ডা দেখায় কৌশলে!
রসিক রসে কথার বশে, দেশটা যায় রসাতলে!
বুলেট তবু গ্রামের মাথা, - রাজার মতন চলে!
তাঁর কথাই শেষ কথা, - হুমকী দিয়ে বলে।
অমরা আছি আমরা থাকবো, চুপটি করে থাক!
সুযোগ পেলে হাটিয়ে দেবো, কাটিয়ে তার নাক।