ধীরে ধীরে কচি পাতার মতো,
অচিরেই সম্পর্ক গড়ে ওঠে অবিরত।
বাতাসের প্রতি পালে ছুটে যায়,
জল-পরীর জল্পনা। - জগতের জটিল জটলায়
খবর নেয়, -- আবেগ ছোঁয়ার আশায়।
আঁকিবুকি লিখন শুরু ডাইরির পাতায়।
কালজয়ী তিন শব্দেই শুর হয়!
অধিকার , পৌরুষোত্ত , ভালোবাসা। - তবু ক্ষয়!
উপভোগ শুধু ক্ষণিক সুখ-সাচ্ছন্দের উপমান্য!
বিন্দুতে সিন্ধু - আড়ম্বর বলাবাহুল্য যৎসামান্য;
মার্জিত তিন শব্দেই তাই শেষ।
স্মৃতির পশরা জুড়ে স্মৃতির ছদ্দবেশ।
মুঠোফোন জাদুকরী , সমাজ বিধান ভয়ংকরী!
জীবন খেলায় জীবত মানুষও অহংকারী!
স্বার্থ, ত্যাগী! - ত্যাগের আগেই আবিষ্ট!
লোভী-কামী, পাপী-ট্যাপি সমাজ জুড়ে উপবিষ্ট
ইতি টানি ! -- ইতিহাস হয়ে যায় !
ঋতু-রানী ! -- বসন্তে বিলাপ ঘটে যায়।