সবুজের বুকে যূথির সুগন্ধি ছোঁয়া--
মৌসুমী গর্ভ ছিঁড়ে পাগলা হওয়া!
ভেজা উঠোনে গালিচায় সিক্ত ইটকাঠে-
ঝুলে থাকা হিসেবের পরিচিত কড়িকাঠে!
তুলে রাখছি যত বিস্মৃতির বাইপাস-
ঠিকানা হরিয়ে ফেলার রকমারি দিনরাত।
বৃষ্টিভেজা চা দোকান, শুকনো কাঠগোলাপ-
যূথীর ছাই রঙে দুপুরের দেহলাশ!
অহেতুক বর্ষাবেলা, - মেঠো পথে আত্মমগ্নতা-
সেইসব দিনগুলি আজও পিঙ্গলবর্ণের উষ্ণতা।
তুমিও ফেলে রেখে চলে গেলে--
ব্যথা বাড়ছে, -- বাড়ছে সন্ধ্যার মুখে।
তুলে রাখছি তবু বিস্মৃতির বাইপাস-
ঠিকানা হরিয়ে ফেলার রকমারি দিনরাত।
বৃষ্টিভেজা চা দোকান, শুকনো কাঠগোলাপ-
যূথীর ছাই রঙে দুপুরের দেহলাশ!