ওই নীলাকাশে উড়াল দিয়ে,
একদিন তুমিও দিয়েছিলে ফাঁকি।
প্রশ্ন করবার সুযোগ ছিলনা,
তুমিতো কল্পনার অভিমানী পাখি!
প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে,
চশমার কাঁচ ঝাঁপসা হয়ে যায়!
নির্বাক, নিশ্চুপ একলা বারান্দায়,
নব-সৃষ্টির উন্মাদনায় শুধু কালক্ষয়।
আবেগ দিয়ে জীবন চলেনা,
তবু আবেগেই কতশত ভুল!
মাপকাঠিতে আজ শুধু একটিবার,
মাপতে চাই, -- প্রতারণার শতমুল।
সব যেন মিলেমিশে একাকার,
মানিয়ে চলাই যে মূলমন্ত্র!
লিটমাসে ঘষে দেখি রূপান্তর!
চেনা ভীড়ের অচেনায় জীবিত।
অভ্যাসই আসক্তির মূল কারণ!
নিয়ম ঘরে বধূ বেশে,
মাতাল করো পাগলী তুমি!
চিন্তা হয় দিনের শেষে।
এক পুরুষে আসক্ত তুমি ,
কী পেলে ছলনাময়ী নারী?
সেই যখন ভোরের আলোয় ,
ক্লান্ত চোখে মুখ ভারী!
শরীরের উষ্ণতায় অগোছালো বিছানায়
তবু ছটফট করা ভালোবাসায়!
স্বর্গ-সুখের নেশায় সর্বনাশী চোখে,
শুধু সর্বনাশ! -- স্বর্ণালী রোজনামচায়!
সংসার ধর্ম জলের মতো!
কুলু-কুলু নীরব স্রোতে বানভাসি।
বিবাহ বিচ্ছেদ সামাজিক ব্যাধি!
মোম গলনে সস্পর্ক সন্ন্যাসী!
তবু নিলামের লাল চোখে,
বিচারের ব্যাবিচারে বৃথাই আর্তনাদ!
একার লড়াই একলা পথে,
পায়ে-পা মিলিয়ে মিছেই প্রতিবাদ!