ভালোবেসে তাঁর জন্য আমি কুত্তা হলাম--
মনেমনে ওর একটা নাম ঠিক করলাম!
এবার থেকে ওকে তুলসি বলে'ই ডাকবো!
প্রেয়সীর কুত্তা হয়ে ভালোবেসে যখন বাঁচবো
ঠিক করেছি এবার আমি পাথর হবো--
সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণা বুকে জড়িয়েই চলবো!
খামসিন মরুপথ মরীচিকার বুকে হেঁটে হেঁটে-
ভালোবেসে ছড়িয়ে পড়বো আমি অভুক্ত পেটে;
ভালোবেসে তাঁর জন্য একদিন ঝড় হলাম--
মৌসুমীর বুকে আঁধি নিয়ে হারিয়ে গেলাম!
কেউ খোঁজ রাখেনি! - কেউ খোঁজ রাখেওনা!
কুত্তার প্রভুত্বের দাম যে কেউই দেয়না!
অথচ ভালোবেসেই আমি যখন কুত্তা হলাম--
এক দুয়ার থেকে অন্য দুয়ারে গেলাম!
রোজকার উচ্ছিষ্ট খেয়েও তোমার পাশেই ছিলাম
জানতে চেয়োনা কী হারিয়ে কি পেলাম!
শুধু জানি ভালোবেসেই আমি কুত্তা হলাম--
ধোঁয়া তুলসীর তকমা নাহয় তোমায় দিলাম!