রামু, টি-সি-এস জব পেয়েছি;
          নুন খাই টাটা।
ছোট্ট একটা ফ্ল্যাট নিয়েছি।
    পায়ে আমার বাটা।
বউয়ের ভয়ে সিটিয়ে থাকি!
     তেল খাই ফরচুন।
কিছু কিছু জমিয়ে রাখি--
   বাড়ি করবো দেরাদুন।
আমি এখন আধুনিক হয়ে--
    জাঙিয়া পরি জকি।
ঘর ছেড়ে, মান বাড়িয়ে--
    চুল করেছি সিল্কি!
এলো গেলো, কতই দেখি;
     সিম আমার জিও।
জ্যামের শহরে দেশ ঘুরি--
    প্লেনে চড়ি ইন্ডিগো।
কাঁধে ঝোলা ফেলে দিয়ে--
   ব্যাগ আমেরিকান টুরিস্টার।
চাকরি পেয়ে একলা হয়ে--
    রোজ খাই লবস্টার।
বাড়ি আমার সাজানো থাকে--
   দেওয়ালে টিভি সোনি।
অনেকে অনেক রকম রাখে--
   ফ্রিজ আমার এলার্জি।
বউ আমার ধন্যি মেয়ে--
   ওয়াশিং মেশিন ওয়ার্লপুল।
গরম পড়লে বাইরে থেকে--
   আনতে হয় আমুলকুল।
আরও বেশি পড়লে গরম--
     ঠান্ডা করে হিটাচি।
ক্রিমের মতোই বেশ নরম--
   শিশুর মুখের ক্যাটবেরি।
হাতের মুঠোয় খবর রাখি--
     মোবাইল আমার ভিভো।
ইমেল করাও অনেক বাকি--
    ল্যাপটপ নিয়েছি লেনোভো।
লং ড্রাইভে অমিও যাই--
       মারুতি সুজুকি নিয়ে
আবার কর্মক্ষেত্রে আমিই যাই--
      হোন্ডা বাইক নিয়ে।
বিনিয়োগ তো আমিও করি--
      ওই মিউচুয়াল ফান্ডে।
কী জানি কবে মরি!
      জীবন বিমা স্টারে।
আমার বাচ্চাও পড়াই আমি--
     পাবলিক একটা স্কুলে।
কথায় কথায় নিন্দা করি,
       আমিও সবকিছু ভুলে।