আমাদের কি অদ্ভূত মিল তাই না নিপা?
তুমি যখন পালকিতে আমাকে তখন খাটিয়া--
কপালে চন্দন ফোঁটা গলা জুড়ে সুগন্ধি মালায়!
বানভাসি পরিবার প্রিয়জনের চোখের কোণায়।
মায়ের ভেজা আঁচল, বাবার ভাঙা পাঁজর কাঁদে
পৃথিবীর মায়াসুখে তুমি - আমি ছদ্মবেশী চাঁদে!
তবুতো আমাদের কি অদ্ভূত মিল নিপা?
তুমি যখন পালকিতে আমাকে তখন খাটিয়া--
কারা যেন কাঁধে তুলেই, হনহনিয়ে হেঁটে চলে--
কত লোক কত সাজে আমাদের চারিপাশ ঘিরে
ফুলের মতো হাসি কান্নার ভীড়ে ফুটে উঠেছে!
পছন্দের যূথী গোলাপের মালায় ঢেকে যাচ্ছে--
দুটো মন দুটো শরীর! - তুমি জীবিত আমি মৃত!
তবুও আমাদের কি অদ্ভূত মিল তাই না নিপা?
তুমি যখন পালকিতে আমাকে তখন খাটিয়া--
ভাগ্য জোরে দুজনেই, -- এখন বেশ সংযত!
দাঁতে দাঁত চেপে আমরা দেখেছি পৃথিবীর রূপ!
কাছিমের পায়ে হেঁটে চলা দুঃখ ভুলের নিশ্চুপ!
ভুলে যাবো দুজন দুজনকে শপথ যখন নিয়েছি
হাসিমুখে দুজনে সময়কে ফাঁকি দিতে শিখেছি-
আগুনের লেলিহান শিখায় নিথর দেহটাকে--
পতঙ্গের মতো ছুঁড়ে দিয়েছে মানুষ আমাকে!
আত্মাহুতির দাবানলে তুমিও পুড়ে ছাই হলে--
বধূ বেশে ছদ্মবেশে ভিন্ন পুরুষের বাহুডোরে