জন্ম, মৃত্যু, শোক, কিংবা স্বাধীনতা নই!
কালক্ষয়ের জন্য শুধু একটা আগস্ট চাই!
.
অর্বাচীন ফ্যাকাসে মুখের আড়ালে যে মুখোশ,
ক্রমশ এই পৃথ্বী-কে গ্রাস করে চলেছে,
সেই সুশীল একাত্ত বর্ষার পিঞ্জরে পিঞ্জরে,
কিছুটা সুখ-শান্তির বীজ রোপণ করতে চাই!
.
মিথ্যে স্বাধীনতার গুঁড়ো-আবর্জনায় মন আজ ভারাক্রান্ত!
কালগ্রাসী, বিষণ্ণ, ঘন-কালো পরিযায়ী মেঘের কুণ্ডলী,,
শ্রাবণধারায় রক্ত ঝরিয়েও আজ বঙ্গের বন্ধু!
তবু এ মন একটা আগস্ট চাই!
.
যে আগস্টে হত্যা নেই, -- শোক নেই,
নেই কোনো বিস্ফারণ! -- আছে শুধু শান্তি...
যে আগস্ট বাঁচে, -- যে আগস্ট বাঁচাই!
এ হৃদয় তেমন-ই একটা আগস্ট চাই....
.
যে আগস্ট স্বাধীনতার গল্প বলে না....
যে আগস্ট বাইশে শ্রাবণ মানে না!
যে আগস্ট দেশলাই কাঠি বুকে নিয়ে,
রবির ভারত তীর্থ--কে বিষ-বৃক্ষ মানে। -- তাই...
.
আহ্বান নই, -- শুধু একটা বিপ্লব চাই!
যেখানে পরিবর্তন উন্নয়নের শিখরে হেঁটে যায়!