যখন তুমি ছিলে পাশে - বুঝতে চাইনি তোমায়!
এখন তুমি অনেক দূরে - তবু চোখের কোণায়।দিনের শেষে রাতের তারা - চাঁদনী আলো বুকে!মৌন মহান মানুষ যারা - একলা পথেই সুখে।
যখন তুমি ছিলে কাছে -- দুঃখ সাগর কুঁড়ে! নিয়ম খাতায় সব সাথে -- কিচ্ছু ফেলিনি ছুঁড়ে।
প্রেমের ঘোরে মন মজিয়ে বর পুতুলের খেলায়!
ক্ষণিক দিন ঘর সাজিয়ে ভাঙছো তুমি অবহেলায়
এখন তুমি অনেক সুখে - একলা একার পথে!
সোনা রবি পূব আকাশে রোজ সকালে হাসে।
ঝড় বৃষ্টি বাদলা দিনে -- তোমার খোঁজেই মন।
তুমিই চিত্ত, তোমার ভীড়ে -- তুমিই আপন জন।