শুধু একদিন, -- দীর্ঘশ্বাস ভারী হলে,
চোখে, আশ্রুরাও যেন কথা বলে।
ফুসফুস জুড়ে যে কালো বিষবাষ্প!
নিকাশ হবার নেই তার পথ।
হৃদয় জুড়ে বাড়িয়ে দিয়েছে ক্ষত,
সেরে ওঠার নেই তার সখ।
"জলপট্টি টোটকা, - জ্বর তো সারলো!
কপাল, - সে, কী আর সারলো?"
"ও মেয়ে, - তুমি কী জানো?
'আমার 'ভিতর গহীন' কতোটা তীব্রভাবে,
নড়াচড়া করে শুধু তোমার অভাবে!'
"ভালোবাসি ! -- বলা যে খুব কঠিন,
ভালোবাসি না বলা! - আরও অন্তহীন।"
"অমি তো জুতো হয়েও দেখেছি,
ক্ষয় ভয়ের চেয়ে বেশি আনন্দ পেয়েছি,
তোমার ওই শীতল কোমল স্পর্শে।"
"কঠিন সময়ের এক বিশেষ বিশেষত্ব
একবার শুধু পার করতে পারলেই,
সব যেন, -- খুব সহজ লাগে।"
তবে, -- প্রেমিক মিথ্যে হতে পারে!
প্রেমিকা, -- সেও, মিথ্যে হতেই পারে!
কিন্তূ, - প্রেম কখনো মিথ্যে হয়না।
মন, -- কাঁচের মতো ভাঙতে পারে !
প্রতিশ্রুতি, - ঠুনকো - ভেঙে যেতেই পারে!
কিন্তূ, প্রতিজ্ঞা কখনোই ভেঙে যায়না।
আমি তো তোমার সেই প্রতিজ্ঞা,
ঐ আকাশের বুকে, - শ্বাশ্বত ধ্রুবতারা।
একলা রাত, - অন্তহীন অপেক্ষায় আনকোরা।