বাড়ছে বাড়ুক -- পুড়ছে পুড়ুক--
   অন্ধ মনে'ই চমৎকার!
হাতির মাথা -- ব্যাঙের ছাতা--
   পিঁপড়ে কেঁদে'ই হাহাকার!
        
মন্ত্রী শুকুন -- দারোগা উকুন--
   শেয়াল রাজা হাসে!
কুকুর রাতে -- বাঘের সাথে--
     হাম্বা হাম্বা ডাকে!        

দুয়ারে দুয়ারে -- ঘুরে ঘুরে--
     সবটি রেখেছে মনে!
সুযোগ পেলে'ই -- গিলে খাবে'ই--
     একলা পেলে'ই বনে!
        
শিশুর শিক্ষা -- পথে'ই ভিক্ষা--
    বাদুড় হয়ে ঝুলে!
ধূর্ত শেয়াল -- রাঘব বোয়াল--
    সব গিয়েছে ভুলে !
          
দেশের আইন -- আছে বেলাইন--
    চুকে'ই গেছে সব!
চিল চেলা -- খেলছে খেলা--
    ছাগল ছানার কলরব!

পাড়ার মশা -- দারুণ দশা--
   মানুষ পেয়েছে সাজা!
বুড়ো শেয়াল - রাঘব বোয়াল--
    যায়না তাদের বোঝা!

কানের কাছে -- মাছিও নাচে--
      পেটটি করে মোটা!
ফড়িং ঘাসে'ই -- বারো মাসে'ই--
      খাচ্ছে তবু খোটা!

বকের ঠোঁটে -- কাকের জোটে--
   সমান সমান ভাগাভাগি!
ফুলে অলি -- মধু খেলি--
    তবু কেন দাগাদাগি!

একি লন্ডভন্ড -- আজব কাণ্ড--
     এমন হলো কেন ?
ধূর্ত শেয়াল -- রাঘব বোয়াল
    তাদের তুমি চেনো?

হায়রে কবি -- সোনার রবি--
    ছড়াক বাতাস ছুঁয়ে!
ধর্ম, মানুষ, -- আর ফানুশ--
    বড্ড বেশি একগুঁয়ে।