যেদিন আমি ছোট্ট শিশু ,
মায়ের কোলে শুয়ে !
সবার চোখে আমিই যীশু ,
পা পড়েনি ভুঁয়ে !
যেদিন আমি খোকা হলাম ,
বাবার কাঁধে চড়ে !
জীবন চলার বন্ধু পেলাম !
সুখের বেলা উড়ে !
যেদিন আমি বাপী হলাম ,
পিঠে স্কুলের ব্যাগ !
জানার আশায় ডুব দিলাম ,
আঁকতে বসে ম্যাপ !
যেদিন আমি বাবু ডাকে ,
আমার মাথায় চাপ !
সুখের আশায় সময় কাটে !.
এ কেমন অভিশাপ ?
যেদিন আমি বাবাই হলাম ,
বেকার বললেই চলে !
সময় স্রোতে শিক্ষা পেলাম !
জীবন কাকে বলে !
তবু যেদিন খোকন ছিলাম ,
ভীষণ ছিলাম বোকা !
এখন যখন আমি হলাম !
খেলাম শুধুই ধোঁকা !